ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

রোহিঙ্গাদের খোঁজ নিতে

ঢাকা এসেছেন আনান কমিশনের ৩ সদস্য

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭ , ০৮:০৯ পিএম


loading/img

মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সবশেষ পরিস্থিতি দেখতে ঢাকায় এসেছেন আনান কমিশনের তিন সদস্য।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে একজন ও সন্ধ্যায় দু’জন সদস্য ঢাকায় আসেন।

রোববার প্রতিনিধি দলটি কক্সবাজার গিয়ে সরেজমিনে নতুন করে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন। এরপর ঢাকায় ফিরে এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলবেন।

বিজ্ঞাপন

এছাড়া রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। ১ ফেব্রুয়ারি ঢাকা ছাড়ার আগে রাখাইন কমিশনের তিন সদস্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন।

কমিশনের তিনি সদস্য উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালামে বাংলাদেশ ঘুরে রোহিঙ্গাদের সম্পর্কে যা দেখেছেন ও শুনেছেন তার ওপর ভিত্তি করে কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের দপ্তরে একটি মূল্যায়ন প্রতিবেদন দেবেন। গেলো ডিসেম্বরের শুরুতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান নিজেও মিয়ানমার সফর করেছেন।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |